Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আলিম পরীক্ষায় নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্য সভা
পরীক্ষায়

ফরিদগঞ্জে আলিম পরীক্ষায় নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্য সভা

চাঁদপুরের ফরিদগঞ্জে আলিম পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য  মত বিনিময়সভা সম্পন্ন  হয়েছে। 

২৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার হল রুমে কক্ষ পরিদর্শকগনকে নিয়ে সকাল ১০টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও  আনোয়ার উল্লা মোল্লার সভাপতিত্বে ইঊএনওর নির্দেশে মত বিনিময় সভা হয়েছে।

এসময় সকল কক্ষ পরিদর্শকগন উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে বদ্ধ পরিকর। তবে কক্ষ পরিদর্শকগ তাদের সম্মানি বৃদ্ধির জোর দাবী জানান। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আনোয়ার মোল্লা,চান্দ্রা মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদ উল্লাহ, রুপসা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোস্তফা কামাল, লতিফগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো:মহিউদ্দিন প্রমূখ। 
ফরিদগঞ্জজ মজদিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৭৯, চান্দ্রাসামাদিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৪ ও রূপসা আহমদিয়াআলিম মাদ্রাসা কেন্দ্রে ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ আগস্ট ২০২৩