ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারাী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ দিন ৮৪ জন গ্রাহকের কাছ থেকে ২ লক্ষ ৫৪ হাজার ৬২২ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
ভূমি উন্নয়ন কর আদায় করেন, পৌর ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারীসহ ভূমি অফিসের স্টাফ।
ভূমি উন্নয়ন কর আদায়ের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন্নাহার। উল্লেখ্যঃ ভূমি উন্নয়ন কর আদায়ে প্রত্যেক মৌজায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur