Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে পালন হয়নি শোক দিবস
কমিউনিটি

ফরিদগঞ্জে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে পালন হয়নি শোক দিবস

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা সরকারি নির্দেশনা অমান্য করে সেবা না দিয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখা যায়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার ( সিবিএইচবি) ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়ক ট্রাস্ট কর্তৃক ১০ আগস্ট বিজ্ঞাপ্তির মাধ্যমে বলা হয় সকল কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কর্তব্যরত সিএইচসিপিগণ ১৫ আগস্ট সকাল ৯ টা থেকে ১২ টা পযর্ন্ত খোলা রেখে স্বাস্থ্য সেবা প্রদান করা ও ব্যানার করা।

সরকারিভাবে নিয়ম থাকলে ও ফরিদগঞ্জে দেখা যায় তার উল্টো। সরজমিনে গিয়ে দেখা যায় সাফুয়া কমিউনিটি ক্লিনিক, গাব্দেরগাঁও কমিউনিটি, কেরোয়া কমিউনিটি সেবা প্রদান না করে বন্ধ থাকতে দেখা যায়। চরবড়ালি কমিউনিটি ক্লিনিক,ভাটিরগাঁও কমিউনিটি ক্লিনিক খোলা থাকলে ও নেই পতাকা, ব্যানার ও কর্তব্য সিএইচসিবি।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা ফরিদগঞ্জ উপজেলা ৩৭ টি কমিউনিটি ক্লিনিক থাকলেও ১০ টি ক্লিনিকে সেবা প্রদান করা হচ্ছে বাকী ক্লিনিকগুলো অনেক গুলো বন্ধ ও কয়েকটি ক্লিনিক খুললেও নেই কর্তব্যরত কর্মকর্তা,ব্যানান,পতাকা।

এই বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান আমরা খোঁজ নিচ্ছি শোক দিবস পালন না করলে আমরা শোকজ করবো।

প্রতিবেদক: শিমুল হাছান,১৫ আগস্ট ২০২২