চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসারা উচ্চ বিদ্যালয়ে বাসারা উচ্চ বিদ্যালয়ে রোববার (২ অক্টোবর) শতাধিক শিক্ষার্থী ‘গণআতংকে’ স্কুল চলাকালীন সময়ে অচেতন হয়ে পড়ে।
অচেতন হওয়া শিক্ষার্থীদের সবাই ছাত্রী। আগের দিনেও এ সমস্যা হয়েছিলো।
প্রত্যক্ষদর্শী ক’জন ছাত্র জানায়, হঠাৎ ক’জন ছাত্রী স্কুলের ক্লাস রুমে ভেতরে পড়ে যায়, অন্যরা দৌড়ে বাইরে তারাও মাঠে শুয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,ওসি ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওহিদুর রহমান রানা,সুবিদপুর পৃর্ব ইউপি চেয়ারম্যান শারাফত উল্লা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব সাহাসহ বিভিন্ন ইউনিটের স্বাস্থ্য কমকর্তারা উপস্থিত হন।ৎ
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হুমায়ারা,নাজমা,আমেনা, রুমা,আছমা। বর্তমানে চিকিৎসা শেষে অনেকেই বাড়ীতে থাকলেও তাদের আতংক কাটেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব সাহা চাঁদপুর টাইমসকে জানান, শিক্ষার্থীদের এমন পরিস্থিতি দেখে ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা দ্রুত ছুটে আসে। বাড়িতে অনেক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে। এদের অনেক অভিভাবক ফোনে জানিয়েছেন, তারা এখনো সুস্থ হয়ে উঠেনি।’
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আসাদুজ্জামান জুয়েল চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা খবর পেয়ে সেখানে টিম নিয়ে গিয়েছি, আমরা প্রায় ৩৮ জনকে চিকিৎসা দিয়েছি। শুনেছি আগের দিনও এ ধরণের সমস্যা হয়েছে।’
রোগটি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এটি বাংলা ভাষায় গণআতংক রোগ বলা হয়। একত্রে অনেকেই আক্রান্ত হয়।’
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আসাদুজ্জামান জুয়েল চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা খবর পেয়ে সেখানে টিম নিয়ে গিয়েছি, আমরা প্রায় ৩৮ জনকে চিকিৎসা দিয়েছি। শুনেছি আগের দিনও এ ধরণের সমস্যা হয়েছে।’
রোগটি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এটি বাংলা ভাষায় গণআতংক রোগ বলা হয়। একত্রে অনেকেই আক্রান্ত হয়।’
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:১০ পিএম, ০২ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ