ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়াকে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অ্যাপোলো গ্রুপের প্রধান নির্বাহী ও চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সোয়া ২ টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কোনও প্রশ্নের জবাব না দিয়েই সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন তিনি।

দুদক সূত্র জানায়, বিভিন্ন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন,ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ।

আরো পড়ুন- ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীকে দুদকের নোটিশ

বার্তা কক্ষ , ৫ ডিসেম্বর ২০১৯

Share