করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে চলমান দুঃসময়ে মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ফরিদগঞ্জস্থ কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে মার্কেন্টইল ব্যাংকের সম্মানিত পরিচালক আলহাজ্ব এম এ হান্নানের র্নিদেশনায় দুস্থ দের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে বৃহস্পতিবার দুপুরে মার্কেন্টাইল ব্যাংক এর সাবেক অফিসার আরিফুর রহমান পাটওয়ারীর পরিচালনায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে ৪ শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, কিচমিচ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা এপ ডি পি মোহাম্মদ আব্দুল মোতালেব । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জস্থ মার্কেন্টাইল ব্যাংকের অফিসার নাজমুল হাছান, আশিক ইকবাল, মো.ওমর ফারুক, সালাউদ্দিন, নূরে আলম, সাঈদ পাটওয়ারী, ফারুক হোসেন, মাকসুদুর রহমান রাজু ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য মো. ইমাম হোসেনসহ প্রমুখ।
এ সময় র্মাকেন্টাইল ব্যাংকের কর্মকর্ত এপ ডি পি মোহাম্মদ আব্দুল মোতালেব বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার বিষয়ে সরকারের যেই র্নিদেশনা দিয়েছেন তা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
প্রতিবেদক : শিমুল হাছান, ২১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur