চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবিরোধী সভা শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতের সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামছল আমিন।
“হটাও জঙ্গী বাঁচাও দেশ আমার প্রিয় বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামছল আমিন, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (টিটু মুন্সী), সুবিদপুর (পঃ) ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো. বাচ্চু মিয়া মজুমদার, স্কুলের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সাবেক ম্যানেজিং কমিটি সদস্য মোঃ তাফাজ্জল হোসেন, মোঃ আঃ রব মাস্টার, মোঃ জিল্লুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ মফিজুল ইসলাম মুন্সী, মোঃ আবু বকর ছিদ্দিক।
বক্তাগন দেশে জঙ্গি তৎপরতার বিরোদ্ধে সোচ্চার হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং কোথাও কোন জঙ্গি তৎপরাতার কোন তথ্য জানা থাকলে বা কোন জঙ্গি তৎপরতা চোখে পড়লে সাথে সাথে নিকটস্থ আইন শৃংখলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন। এবং নিজ নিজ সন্তানদের জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ সহ সমাজের নানাবিধ কুসংস্কার গুলোর ক্ষতিকর দিক তাদের সামনে তুলে ধরতে আহ্বান জানান।
৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহীয়া সুলতানা সুইটির কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ উপস্থাপনা করেন, বিদ্যালয় ক্রীড়া শিক্ষক মো. মোফাজ্জল হোসেন।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2016/07/Ab-Siddik.jpg” ] প্রতিবেদক- এবি সিদ্দিক, ফরিদগঞ্জ উত্তর করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur