Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া
ফরক্কাবাদ

ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

চাঁদপুর সদর উপজেলা ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় কলেজের গান্ধী ভবনে আয়োজিত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কলেজের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান।

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এবং কলেজ প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী।

কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়।

এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কলেজ বিদুৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মমিন, দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, বিদুৎসাহী সদস্য রুহুল আমিন মিয়াজী, আমিনুল হক মজুমদার, হিতৈষী সদস্য হরুনুর অর রশিদ তালুকদার, অভিভাবক সদস্য আ. হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, মো. ইব্রাহিম খানসহ কলেজ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

প্রসঙ্গত, এবছর ২৫৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৪ নভেম্বর ২০২২