Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মায়া চৌধুরী প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল
প্রেসিডিয়াম

মায়া চৌধুরী প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল

সাবেক মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড ঠাকুরচরে আনন্দ মিছিল বের হয়।

মিছিলে উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, পৌর যুবলীগ নেতা মিলন খান, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাদল ঢালী, যুবলীগ নেতা রেজাউল করীম ডেঙ্গু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর যুবলীগ নেতা ইদ্রিস আলী, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক বেপারী, পৌর ছাত্রলীগ নেতা মোঃ লিটন ঢালী, আরমান কাজী, মেহেদী দর্জি, শাকিল, মোঃ শাহজালাল খান,বিল্লাল প্রধান, মোহাম্মদ আলী, গোলাম কিবরিয়া খান, জাহান উল্লাহ, ইউসুফ সরদার,শান্তসহ বিভিন্ন নেতৃবৃন্দ মিছিলে াংশ গ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক মন্ত্রী কেন্ত্রীয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ছেংগারচর পৌরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়। একই সাথে সাবেক মন্ত্রী কেন্ত্রীয় আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এদিকে সাবেক মন্ত্রী কেন্ত্রীয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই রতিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মতলবের আ’রীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা দলের তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। অপর দুজন হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের কয়েক দফায় নির্বাচিত সংসদ সদস্য তিনি। এছাড়া আওয়ামী লীগ সরকারে একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই জননন্দিত রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

নিজস্ব প্রতিবেদক