‘দেশ মানুষের কল্যাণে কলম চলবে’ এই শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলা প্রেসক্লাব ফরিদগঞ্জের ইফতার ও দোয়া মাহফিল শনিবার (৯ জুন) স্থানীয় এক চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা প্রভাষক মো. মহিউদ্দিনে সভাপতিত্বে ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল, দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সাবেক প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি এম কে মানিক পাঠান,
দৈনিক দিনকালের প্রতিনিধি সোহলে খাঁন, দৈনিক ভোরের সময়ের উপজেলা প্রতিনিধি টিপু পাঠান, চ্যানেল এস এর প্রতিনিধি এনামূল খোকন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি এমরান হোসেন লিটন, দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি জিল্লুর রহমান মানিক, দৈনিক বাংলাদেশ সময় ও চাঁদপুর দর্পনের প্রতিনিধি এস এম ইকবাল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. মাসুম তালুকদার,
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের অফিস প্রধান মো. শিমুল হাছান, দৈনিক সংগ্রামের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক চাঁদপুর প্রবাহ ও চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট জহিরুল ইসলাম জয়, দৈনিক চাঁদপুর দিগন্তের স্টাফ রিপোটার সৌরাব হোসেন, ফরিদগঞ্জ অফিস প্রধান শফিকুর রহমান, দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি মো. মাহাবুব আলম রুবেল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ প্রমুখ।
করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur