চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটিকে (২০১৮ সালের) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, চাঁদপুর প্রেসক্লাব এবং চাঁদপুরের সাংবাদিকদের সাথে আমার দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক । তা সবসময়ের জন্যে অব্যাহত থাকবে।
তিনি চাঁদপুর প্রেসক্লাবের অগ্রযাত্রা এবং সফলতা কামনা করে বলেন, আমি আশা করবো, সাংবাদিক হিসেবে যে দায়িত্ব রয়েছে তা পেশাদারিত্বের সাথে তাঁরা পালন করবেন। এ পেশার গুরুত্ব অনুধাবন করে সংবাদের যথাযথ বিশ্লেষণ, আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে যথাযথ মূল্যায়ন করে তাঁরা সংবাদ পরিবেশন করবেন বলে আমার প্রত্যাশা। প্রেসক্লাবের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং সফল হবেন বলে আমার বিশ্বাস। আর কোনো ধরনের অন্যায় বা অনৈতিক চাপের কাছে তাঁরা নতি স্বীকার করবেন না, সত্য কথা লিখবেন এমনটাই প্রত্যাশা তাঁদের কাছে।
চাঁদপুর প্রেসক্লাব এবং সাংবাদিকদের কল্যাণে তাঁর সহযোগিতা সবসময় থাকার আশ্বাস দিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার>
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur