চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ সালের কার্যনির্বাহী কমিটির ৬ষ্ট সভা শনিবার(২৪ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় আলোচ্যসূচীর উপর আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, বর্তমান সহ-সভাপতি শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জাকির, মুনির চৌধুরী, জি এম শাহীন, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান শোভন, মোশারফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ এম এ লতিফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত প্রমুখ ।
সভায় সাধারণ সম্পাদক সোহেল রুশদী বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং সর্বসম্মতক্রমে তা অনুমোদন করা হয় ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও অভ্যন্তরিণ অডিট কমিটি এবং এক্সটালান অডিট কর্তৃক নিরিক্ষীত বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন এবং তা সর্বসম্মতক্রমে অনুমোদন করা হয় ।
সভায় সমঝোতা কমিটির কর্তৃক অনুমোদিত ২০১৭ সালের নতুন কার্যকরি সভা পেশ করা হয়।
এ ছাড়াও সভায় প্রেসক্লাবের কল্যান তহবিল নীতিমালা অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
প্রেস বিজ্ঞপ্তি ।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur