চাঁদপুর কচুয়া পৌরসভার চৌরাস্তা এলাকায় প্রধানীয়া বাড়িতে মায়ের সাথে অভিমান করে আব্দুর রহমান (৩৪) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার চৌরাস্তা ৩ নং ওয়ার্ডে প্রধানীয়া বাড়ির আব্দুর রফিকের ছেলে উদ্দিনের আব্দুর রহমান গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ৭ টায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার ছোট ভাই ইকবাল ও আশপাশের মানুষজন উদ্ধার করে। চাঁদপুর সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
রহিমের ছোট ভাই ইকবাল জানায়, বাড়ির পাশের এক মেয়ের সাথে আব্দুর রহমানের সম্পর্ক ছিল। রহিমের মা প্রেমের সম্পর্ক বাধা দেওয়ায় সে অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার
|| আপডেট: ০৯:০১ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur