Thursday, 02 April, 2015 07:36:27 PM
চাঁদপুর টাইমস ডট কম :
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কৌশলে বেরিয়ে এসেছেন এক স্কুলছাত্রী।
প্রেমিকের হাত ধরে ঢাকার বাইরে গিয়ে এক চক্রের হাতে পড়ে যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কৌশলে বেরিয়ে এসেছেন ওই স্কুলছাত্রী।
যশোরের শার্শার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুর থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাকে উদ্ধার করা হয় বলে জানা যায়।
ঢাকার একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী (নাম পরিচয় প্রকাশ করা হলো না) ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।
জানা যায়, কয়েক মাস আগে ওই স্কুলছাত্রী তার এলাকার সৌরভ নামে এক ছেলের সঙ্গে প্রেমে জড়ান। মঙ্গলবার মেয়েটি স্কুলে যাওয়ার পথে সৌরভ তাকে বেড়ানোর কথা বলে ঢাকা থেকে খুলনা নিয়ে যান।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur