চাঁদপুর হাজীগঞ্জে প্রেমিকার সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন। ২১ নভেম্বর শনিবার সকালে উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম মহিন উদ্দিন (২৫)। তিনি উপজেলার আহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়ির মৃত আবদুল হাশেমের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ জানান, সকালে মহিন উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার রাতে মহিন উদ্দিন কীটনাশক পান করেন। পরে ঢাকায় নেয়ার পথে সকালে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমিকার সঙ্গে অভিমান করে মহিন উদ্দিন আত্মহত্যার পথ বেছে নেয়।
স্টাফ করেসপন্ডেট,২১ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur