Home / সারাদেশ / মা-বাবাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে আটক
বরগুনায় পেনশনের টাকার, বরগুনায় পেনশনের টাকার, বরগুনায় পেনশনের টাকার, বরগুনায় পেনশনের টাকার, বরগুনায় পেনশনের টাকার

মা-বাবাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে আটক

বরগুনায় পেনশনের টাকার জন্য মা-বাবাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় দায়ের করা মামলায় মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সীমা আক্তার।

আরও পড়ুন… মা-বাবাকে মেরে হাসপাতালে পাঠাল মেয়ে

এ ঘটনায় ২০ নভেম্বর শুক্রবার রাতে বরগুনা সদর থানায় একটি মামলা করেন গ্রেফতার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সীমাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সীমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বার্তা কক্ষ,২১ নভেম্বর ২০২০