Home / বিশেষ সংবাদ / প্রেমিকাকে জিম্মি করে প্রেমিকের টাকা ছিনতাই
প্রেমিকাকে জিম্মি করে প্রেমিকের টাকা ছিনতাই

প্রেমিকাকে জিম্মি করে প্রেমিকের টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৭:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০১৫, সোমবার

প্রেমিকাকে  শ্লীলতাহানির হুমকি দিয়ে প্রেমিকের এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে টাকা লুটে করে নিয়েছে অজ্ঞাত কয়েকজন যুবক।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সোহরাওর্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে এ ঘটনা ঘটেছে।

এই মর্মে ভুক্তোভোগী মো. আনছার আলী (২৭) রোববার রাতেই পুলিশের শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৮৯৭) করেছেন।

জিডিতে আনছার আলী উল্লেখ করেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ছবির হাট থেকে শিখা চিরন্তন হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেইট দিয়ে বের হওয়ার সময় ৬ জন অজ্ঞাত লোক তাকে এবং তার বান্ধবীকে আলাদা করে দুই পাশে নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে আরো ১০-১২ জন লোক যোগ দিয়ে তাদের মোবাইল ফোন, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া তার পকেটে থাকা এটিএম কার্ড এবং পিন কোড নিয়ে বান্ধবীকে জিম্মি করে ৫০ হাজার টাকা তুলে নেয় দুর্বৃত্তরা।

জিডিতে ডাচ বাংলা ব্যাংকের টিএসসির এটিএম বুথ থেকে টাকা তোলার কথা উল্লেখ করা হয়েছে।

বহুজাতিক রানার গ্রুপের কর্মকর্তা আনছার আলী সাংবাদিকদের জানান, এটিএম কার্ড নেওয়ার সময় তারা আমার বান্ধবীকে শ্লীলতাহানির এবং তাকে হত্যার হুমকি দেয়। এই ভয়ে এটিএম কার্ডটি দিয়ে দেয় সে।

এটিএম বুথ থেকে রোববার রাত ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৩১ মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানতে পারেন আনসার আলী। জেনেই শাহবাগ থানায় জিডিটি করেন তিনি। ঘটনাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনার আলী।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’