প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এক সংবাদ সম্মেলনে এ বৃত্তির ফলাফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান,এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিলো ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পায়েছে ৪৯ হাজার ৫শ’ জন,যা আগে ছিলো ৩৩ হাজার।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩শ’ টাকা করে এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা মাসে ২শ’২৫ টাকা করে পাবে। প্রথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফলাফল পাওয়া যাবে। (বাসস)
বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ৩ এপ্রিল ২০১৮,মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur