Sunday, 02 August, 2015 9:27:43 PM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
আমাদের দেশের একটা ভাল চাকরীর বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা বা তার চেয়ে একটু বেশি কিংবা কম, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে ভিক্ষা করে এর চেয়ে চারগুণ আয় করা সম্ভব তার জ্বলন্ত উদাহরণ রফিক নামে এক ভারতীয় ভিক্ষুক। এই ভিক্ষুক ভিক্ষা করে মাসে আয় করেন এক লাখ টাকারও বেশি।
এখানেই শেষ নয়, পায়ে হেঁটে নয় প্রাইভেটকারে চড়ে ভিক্ষা করতে আসেন। এমন অভিনব ঘটনা অহরহ তো দেখতে পাওয়া যায় না। দেখতে হলে আপনাকে যেতে হবে ভারতের মধ্যপ্রদেশের খারগাঁও শহরে। সেখানেই দেখা মিলবে এই কর্পোরেট ভিখারির।
রফিক আদতে প্রতিবন্ধী। তার দু`টি পা নেই। যাতায়াতের সুবিধার জন্য যাকে বলে একেবারে রাজকীয় ব্যবস্থা। একটি আস্ত গাড়িই কিনে ফেলেছেন তিনি। সেখানেই সপরিবারে থাকেনও।
গাড়িতেই ঘুমান। আবার এটি চড়েই কর্মক্ষেত্রে, মানে ভিক্ষা করতে বের হন।
রফিক জানান, জন্মসূত্রে তিনি রাজস্থানের মানুষ। দু`টি পা হারিয়েও অদম্য জেদে গাড়ি চালানো শিখে নেন তিনি। উপার্জন ভালোই। ফলে গাড়ি কিনতে বিশেষ বেগ পেতে হয়নি। নগদ টাকাতেই প্রাইভেটকার কিনে সেটিকেই ঘর-পরিবার বানিয়ে ফেলেছেন।
খারগাঁওয়ের নবগড় মন্দির চত্বরে নিজেই গাড়ি চালিয়ে যান। সারাদিনে নিদেন পক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রোজগার করেন তিনি। টাকার অংকটা মাস গেলে লাখ টাকা ছাড়িয়ে যায়।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
‘চাঁদপুর টাইমস’ –এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur