চাঁদপুরে ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত এ ৪ মাসে ৬ হাজার ৯শ ৭৩ জন বিদেশগামীকে চাঁদপুর মেরিন একাডমিতে ৩ দিনের একটি প্রশিক্ষণ প্রদান করা হযেছে। চাঁদপুর মেরিন একাডেমি চার মাসে ২০টি ব্যাচের মাধ্যমে ৬ হাজার ৯শ ৭৩ জনকে এ প্রশিক্ষণ প্রদান করেছে-যারা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বৈধভাবে বিদেশে যেতে সক্ষম হয়েছে বা এদের মধ্যে কেউ কেউ আবার যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছে ।
চাঁদপুর জনশক্তিও কর্মসংস্থান ব্যুরো কর্তৃক ফিঙ্গার টেস্ট দেয়ার পরপরই প্রবাসগামী ঐ যুবককে চাঁদপুর মেরিন একাডেমিতে তিন দিনের একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। প্রশিক্ষণটি সরকারিভাবে বাধ্যতামূলকভাবে করা হয়েছে। এখানে সকল বিদেশগামীদের নাম-ঠিকানা পাসপোর্ট নম্বর, দেশ ও বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয় ।
একজন যুবক যে দেশে যাবেন ওই দেশের কৃষ্টি-কালচার,রীতিনীতি,খাদ্যাভ্যাস, ভাষা এবং বিমানে যাতায়াত করার সময় করণীয় কি এ বিষয়গুলো মেরিন একাডেমিতে তিন দিনের প্রশিক্ষণ মাধ্যমে প্রদান করা হয়। যা প্রবাস জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মেরিন একাডেমি সূত্রে জানা যায়।
এ ব্যাপারে মেরিন একাডেমির অধ্যক্ষ ড.প্রকৌশলী সাকাওয়াত আলী ৪ নভেম্বর নভেম্বর বলেন,‘যারা কর্মসংস্থানের জন্য বিদেশে যাবেন তাদের জন্য এ প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে যাবেন সেই দেশের খাদ্য অভ্যাস,ভাষা,চলাফেরার নিয়ম কানুন ও আন্তর্জাতিক বিমানে যাতায়াতের সময় করণীয় বিষয় এবং কর্মসংস্থান হওয়ার পর কি করণীয়, কিভাবে ঐ দেশে জীবন-যাপন করবে-সে বিষয়ে তাকে সম্যক জ্ঞান দান করা হয়। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। বিদেশগামীর সব তথ্যও প্রশিক্ষণকালে তার কাগজপত্র অনুযায়ী সংরক্ষণ করা হয়।’
চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির একজন প্রকৌশলী জানান, সরকারি নির্দেশে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডাটা তৈরি, নিবন্ধন, ফিঙ্গার টেস্ট,পাসপোর্স্ট পরিচিতি ও নম্বর,দূতাবাসের সকল ধরনের সুবিধা পেতে, প্রবাসে অবস্থান কালে যে কোনো সমস্যা সমাধানে,ওয়ার্ক ভিসা,বিমানে উঠার পর কী করণীয়,কর্মক্ষেত্রে যোগদানের পর কী কী করবে বা কী কী করতে পারবে না,সংশ্লিষ্ট দেশের ভাষা ও আবহাওয়া, ভিসা পুন:যাচাই-বাচাই,বিমান বন্দরের প্রবেশের আগে ইমিগ্রেশান কার্যক্রমে করণীয়,প্রয়োজনীয় ক্ষেত্রে দূতাবাসের সাথে যোগাযোগ,উপার্জিত টাকা প্রেরণের পদ্ধতি প্রভৃতি ক্ষেত্রে এ কোর্স গ্রহণ কালে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণটি বিদেশগামীদের জন্যে বাধ্যতামূলক ।
চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বিদেশে গমনেচ্ছুকর্মীদের সপ্তাহে দু’টো করে মাসে ৮টি ব্যাচে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করে থাকে। চাঁদপুর মেরিন একাডেমি ২০১৭ সালের জুন থেকে জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত ৫১ হাজার ৮শ ৮৮জনকে প্রশিক্ষণ প্রদান করেছে । যাদের অধিকাংশই প্রবাসে আছেন বা কেউ কেউ প্রবাসে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে ।
এদিকে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কার্যালয় ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ১০ মাসে সাড়ে ১৪ হাজার বিদেশগামী যুবকদের ফিঙ্গার টেস্ট সম্পন্ন করেছে। চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের জরিপ কর্মকর্তা মোহাম্মদ মহাসিন রেজা এ তথ্য জানান ।
তিনি বলেন,‘২২০ টাকার মাধ্যমে চাঁদপুরের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ব্যাংকের জমা রশিদ নিয়ে আসলেই আমাদের এ কার্যালয়ে ফিঙ্গার টেস্ট গ্রহণ করা হয়। সাথে তার ভিসার কপি ও পাসপোর্টস এর ফটোকপি জমা দিতে হবে। সিঙ্গার টেস্টের পর বিদেশগামী একজন যুবক চাঁদপুর মেরিনস্থ একাডেমিতে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করার পরেই সে বিদেশে যেতে পারবে। ’
প্রাপ্ত তথ্য মতে –জানুয়ারি মাসে ১,৯০৪ জন, ফেব্রুয়ারি মাসে ২,১৪০ জন ,র্মাচ মাসে ২,৪০৮ জন, এপ্রিল মাসে ৬১৩ জন , মে মাসে ৯৪৮ জন, জুন মাসে ২,৪২৩ জন, জুলাই মাসে ৩০৪ জন, আগস্ট মাসে ৯০৪ জন এবং সেপ্টেম্বর মাসে ২,০১৯ জনের ফিঙ্গার টেস্ট গ্রহণ করা হয়েছে। এরাই মেরিন একাডেমিতে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবে বলে জানা যায়।
২০১৭ সালের জুন থেকে প্রত্যেক বিদেশ শ্রমজীবীকে ৩ দিনের ওরিয়েন্টেশন কোর্সটির প্রশিক্ষণ নিতে হয়। এ পর্যন্ত সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও মালোয়েশিয়ায় ৫০% শ্রমজীবী পুরুষ ও নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে পেরেছেন।
২০০৫ হতে ২০১৯ সালে পর্যন্ত পরিসংখ্যান মতে,চাদঁপুরের বৈধ প্রবাসীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার। এর পর জাতীয়ভাবে জেলাওয়ারী আর কোনো পরিসংখ্যান তৈরি হয়নি ।
সুত্রটি আরো জানায়,প্রত্যেক বিদেশ গমনেচ্ছুককর্মী যে দেশে যাবেন সে দেশের ভিসা নিশ্চিত হওয়ার পর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত চাঁদপুরের স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থিত সাবেক বিএভিএস ভবনের দ্বিতীয় তলায় ফিঙ্গার টেস্ট সম্পন্ন হওয়ার পর পরই তাকে ২শ’ টাকা ফি দিয়ে ৩ দিনের এ ওরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন করতে হয়। বর্তমানে ফিঙ্গার টেস্টের ক্ষেত্রে বিষয়টি শিথিল করে বিদেশ গমনেচ্ছুককর্মীর পাসপোর্ট থাকলেই ওরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন করার সুযোগ পাচ্ছে।
এছাড়াও বিদেশ গমনেচ্ছুককর্মীর সকল ডাটা সংরক্ষণে চাঁদপুরের এ ইনস্টিটিউট অব মেরিনটেকনোলজি প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বিদেশে যেকোনো বিমান বন্দরে তার পাসপোর্ট নাম্বারে ক্লিক করলেই ঔ যুবকের সকল ডাটা ইমিগ্রেশান কর্মকর্তাগণ জেনে যাবে এবং তার আগমনের বৈধতা সম্পর্কে পরিষ্কার তথ্য জানতে পারবে। ফলে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না।
২০১৭ সালের আগে একজন বিদেশ গমনকারীকে বাধ্যতামূলক এ প্রশিক্ষণটির জন্যে ঢাকায় এবং পরবর্তীতে কুমিল্লায় দিনের পর দিন অফিসের বারান্দায় বসে কিংবা রাত অতিবাহিত করতে হতো। বর্তমানে চাঁদপুরের বিদেশগামী মানুষ জেলা শহরেই এ সুযোগ পাচ্ছে। এর পরও কোনো বিদেশগামী অবৈধভাবে গেলে তার কোনো তথ্য এ অফিস থেকে পাওয়া যাবে না ।
৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রাম ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। এটি জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো দেয়া তথ্য মতে জানা যায়,এখানে প্রবাসী শ্রমজীবীদের সার্বিক ও গমনাচ্ছুকদের কর্মের প্রশিক্ষণ,ফিঙ্গার টেস্ট ও তিন দিনের প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা থাকবে।
এছাড়াও প্রবাসীদের কল্যাণে সার্বিক সহায়তা দান হিসেবে একটি ইউনিট থাকবে বলে জানা যায়।
আবদুল গনি, ৫ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur