Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
প্রশিক্ষণ

শাহরাস্তিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শষ‍্য উৎপাদন ও বাজারজাতকরণের কর্মসূচির আওয়াতায় ৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে ৩ দিনব্যাপী প্রশিক্ষনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। অতিথি উপ-পরিচালক বিআরডিবি চাঁদপুর মোঃ মোকাব্বের হোসেন ভূইয়া, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা, কোর্স কো-অর্ডিনেটর ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন পাঠান, প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলরাম সাহাসহ অন্যান্য প্রশিক্ষক বৃন্দ উত্তর তিন দিনব্যাপী প্রশিক্ষণে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন