Home / চাঁদপুর / ভিক্ষামুক্ত জীবিকা নির্বাহ করতে চান চাঁদপুর বড়স্টেশনের প্রতিবন্ধী জালাল
ভিক্ষামুক্ত জীবিকা নির্বাহ করতে চান বড়স্টেশনের প্রতিবন্ধী জালাল

ভিক্ষামুক্ত জীবিকা নির্বাহ করতে চান চাঁদপুর বড়স্টেশনের প্রতিবন্ধী জালাল

চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রতিবন্ধী মো. জালাল। একটু মাথা গোঁজার জায়গা না থাকলেও ছোট একটি টং দোকন দিয়েই জীবিকা নির্বাহ করছেন। এ দোকানেই তাঁর একমাত্র সম্বল, সর্বদা ভাঙ্গন আতংকে ক্ষুদ্র ব্যবসা করে পরিবার নিয়ে কোনোরকম বেঁচে আছেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বড়স্টেশন মোলহেডে এলাকায় কথা হয় প্রতিবন্ধি জালালের সাথে। তিনি জানান, ১০ বছর ধরে বড়স্টেশন মোলহেডে ছোট একটি চায়ের দোকান নিয়ে আছেন। গত ১০ বছর পূর্বে আমি চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন।

মাথা গোঁজাবার মতো নিজস্ব কনি জায়গা নেই, একটি পা ছোট তাই কোন কাজও করতে পারেন না। বর্তমানে তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কোথাও থাকার জায়গা নেই, তাই বিগত ১০ বছর ধরে দোকানেই পরিবার নিয়ে অতি কষ্টে বসবাস করছেন।

অনেকটা কান্না কণ্ঠে জালাল বলেন, ‘জায়জা কেনা তো দূরের কথা বাসা ভাড়া করে থাকার মতোও ক্ষমতা নেই, তাই স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে আমি দোকানেই রাত্রি ঝাপন করি। সরকার বলেছে ভিক্ষুক থাকবে না, তাই আমিও এ দোকান হারিয়ে ভিক্ষুক হতে চাই না।’

পানি উন্নয়ন বোর্ড বড়স্টেশনে কাজ শুরু করলে কোথায় যাবেন এ প্রশ্নে জালাল বলেন, ‘আমি একজন প্রতিবন্ধি মানুষ। আমার কোথাও থাকার যাওয়ার যায়গা নেই। এখানকার সব দোকান উঠিয়ে দিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে এখানে দোকান রাখার অনুমতি দিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলেছেন, খুব তাড়াতাড়ি এখান থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি কোথায় যাবো ছেলে মেয়েদের নিয়ে। আমাকে এখান থেকে উঠিয়ে দিলে ভিক্ষা করা ছাড়া আর কোন পথ থাকবে না।’

প্রতিবন্ধি জালালের দাবি, ‘যদি তাকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন নির্দিষ্ট যায়গা ঠিক করে দেয়া হয়, তাহলে সে ওখানেই ছোট টং দোকান নিয়ে বেঁচে থাকতে পারবেন। প্রশাসন ও পৌরসভা যদি আমার প্রতি দৃষ্টি রাখে আমাকে ভিক্ষায় নামতে হবে না। কোন ভাবে দোকানদারী করে চলতে পারবো।’

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply