Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে প্রার্থীদের নিয়ে আচরনবিধি সংক্রান্ত প্রশাসনের মতবিনিময়
হাজীগঞ্জে প্রার্থীদের, হাজীগঞ্জ পৌরসভা

হাজীগঞ্জে প্রার্থীদের নিয়ে আচরনবিধি সংক্রান্ত প্রশাসনের মতবিনিময়

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরনবিধি এবং আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের জেলা প্রসাশক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার পরিচালায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রসাশক জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ, ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার, হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ স ম মাহবুব-উল আলম লিপন, বিএনপি’র আবদুল মান্নান খান বাচ্চু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ নির্বানের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। সভায় নির্বাচনী শৃংখলা নিয়ে বিশেষ আলোচনা হয়। সভায় প্রার্থীরা উম্মোক্ত আলোচনায় অংশ নেয়।

প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়াই মূল লক্ষ বলে আলোচনায় উঠে আসে।