Home / চাঁদপুর / চাঁদপুরের একজনসহ ৪৯ জন প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি

চাঁদপুরের একজনসহ ৪৯ জন প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি

মাঠ প্রশাসনের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত চাঁদপুরের একজনসহ ৪৯ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মো.গোলাম মোস্তফা প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি হয়েছে।

৪ মে সোমবার এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ১৮ মার্চ এদের পদোন্নতি দিতে সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)

এই ৪৯ জন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতির পর তাদের একই বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

আগের বেতন স্কেল অনুযায়ী সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার- পদগুলো তৃতীয় শ্রেণির কর্মচারীর।

প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত। এটি আগের হিসাব অনুযায়ী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ।

ঢাকা ব্যুরো চীফ,৪ মে ২০২০