Home / আন্তর্জাতিক / প্রবাসীদের দাবী নিয়ে রিয়াদে ‘প্রবাসী সভা’
প্রবাসীদের দাবী

প্রবাসীদের দাবী নিয়ে রিয়াদে ‘প্রবাসী সভা’

দেশে অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে সকল প্রবাসীদের করোনা ভ্যাকসিন প্রদান, প্রবাসে যাওয়ার সময় করোনা টেস্টের ফ্রী ব্যাবস্হা করা এবং সরকারি দায়িত্ব ও খরচে মৃতদেহ স্বজনদের কাছে প্রেরনের দাবিতে “বাংলাদেশ প্রবাসী ক্লাব” এর “প্রবাসী সভা” অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে রিয়াদে স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম সাগর চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাজার হাজার প্রবাসী ভিসা (ইকামা) মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এবং লঘু অপরাধে ইমিগ্রেশন আইনে বিনা বিচারে মাসের পর মাস জেলে রয়েছেন। যতো তাড়াতাড়ি সম্ভব দ্বিপক্ষীয় কূটনৈতিক সমাধানের মাধ্যমে তাদের দেশে পাঠানোর ব্যাবস্হা করতে হবে।

ক্লাবের সাধারণ সম্পাদক জুনায়েদ মাদবর এর সঞ্চালনায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আরকান শরিফ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ইকবাল হোসেন, কবির হোসেন, সাইফ উদ্দিন, নয়ন ভূঁইয়া ও সোহাগ খান।

সাগর চৌধুরী আরও বলেন, করোনাকালে সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখন বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়ছে অর্থনৈতিক যোদ্ধা প্রবাসীরা। কিন্তু দূর্ভাগ্যজনক হলে-ও সত্য এই প্রবাসীদের সেবা প্রদানে রেকর্ড হয়না। দেশ থেকে প্রবাসে প্রতিটি পদেপদে তাদের হয়রানি এবং প্রতারণার স্বীকার হতে হয়। তাদের স্বার্থ দেখার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানান, প্রবাসীদের পেনশন এবং জীবনবীমা সুবিধা চালু করুন।

কর্মজীবী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, কামরুজ্জামান কাজল, সাদেকুল ইসলাম শামীম, মোহাম্মদ ইব্রাহিম, আমান উল্লাহ, মোহাম্মদ ইউনূস, আব্দুর রহিম, সাইফুদ্দিন, জসিম উদ্দিন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজল, সুমন সহ আরও অনেকে।

বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, করোনাকালে লকডাউনের সময় যখন মাসের পর মাস সাধারন প্রবাসীরা কর্মহীন তখন দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদেরও অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়েছে। সেইসময় প্রবাসীরা বিদেশি বলে তাদের পরিবার সরকারি বেসরকারি কিংবা ব্যাক্তিগত সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেন ক্লাবের কর্মকর্তারা।

প্রতিবেদক:সাগর চৌধুরী,১৭ জানুয়ারি ২০২১