করোনা ভাইরাস জনিত দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মদিনার স্থানীয় একটি হোটেল লবিতে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে মদিনায় প্রবাসীদের ডাক্তার খ্যাত ডা. মোহাম্মদ দেওয়ানের নেতৃত্বে তিনি এ সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আহ্বায়ক সাবেক চসিক কাউন্সিলর মাহফুজুল আলম, কমিউনিটি নেতা আব্দুস সামাদ আজাদ, জাহেদ চৌধুরী, মোহাম্মদ আরমান, কোরবান আলী, আল আমিন সাব্বির, মোহাম্মদ একরাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
ওই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি কমিউনিটির পক্ষ থেকে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
কমিউনিটি আহ্বায়ক বলেন সকলের সহযোগিতা পেলে প্রবাসীদের প্রয়োজনে আমরা মদিনার বিভিন্ন স্পটে এমন এমন আয়োজন করার উদ্যোগ গ্রহণ করব।
স্টাফ করেসপন্ডেট,১৬ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur