বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া প্রতিনিধি:
বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা “চ্যাম্পিয়ানস অব দি আর্থ” ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটি) এর পক্ষ থেকে টেকসই উন্নয়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় আলোচনা সভা হয়েছে।
বুধবার কুয়ালালামপুরের সুবাংজায়ায় স্থানীয় সময় বিকেল ৭ টায় মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার “চ্যাম্পিয়ন অব দি আর্থ” পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলা মায়ের অহংকার বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার “চ্যাম্পিয়ন অব দি আর্থ” পদক অর্জনে বিশ্বে বাংলাদেশের মর্যাদা সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছে -বাঙালি জাতির গৌরব বৃদ্ধি করেছে, আমাদের কে গৌরবান্বিত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা কেবল আজ বাঙালি জাতির অহংকার নয়, তিনি এ বাংলা মায়ের অহংকার। তিনি গোটা বিশ্ববাসীর অনুকরণীয় নেতৃত্বের আসনে আসীন হয়েছেন।
মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহিন সরদারের যৌথ পরিচালনায় ও মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্মআহ্বাায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সরোওয়ার্দী হোসেন সরোওয়ার, মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, মোঃ আলমগীর হোসেন (ব্লাক), মোঃ সফিকুর রহমান চৌধুরী, মিনহাজ উদ্দীন মিরান, মোঃ হুমায়ুন কবির, মোঃ রানা ফকির, শ্রী প্রদীপ কুমার, শওকত আলী টিনু , জাতীয় শ্রমিক লীগের বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মাহাতাব খন্দকার, বীর মুক্তিযুদ্বা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, মালয়েশিয়া যুবলীগের যুগ্ন আহবায়ক মানছুর আল বাশার সোহেল, মালেয়শীয়া আওয়ামী লীগের সদস্য আল আমিন ডলার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, মালয়েশিয়া শ্রমিক লীগের আহবায়ক সোহেল বিন রানা, মালয়েশিয়া ছাত্রলীগের আহবায়ক হুমায়ূন আহমেদ, মুক্তিযোদ্বা প্রজন্মলীগের আহবায়ক সেলিম সরদার, নবীন লীগের সভাপতি ডা: মিজানুর রহমান, সহ অন্যান্য বক্তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে মালয়েশিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধান অতিথি এস এম কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/২০১৫।