Home / জাতীয় / প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ
ফিরেছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) গাজীপুর যাচ্ছেন। সেখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান এবং প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে তেজগাঁও বিমানবন্দরে উপস্থিত হবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ৩টায় তিনি আবার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে ইতালির রোমে অনুষ্ঠিত IFAD-এর পরিচালনা পর্ষদের ৪১তম বৈঠকের বিষয়ে বক্তব্য তুলে ধরবেন।
(জাগো নিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ এ.এম, ১৯ ফেব্রুয়ারি২০১৮,সোমবার।
এএস.