ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মোঃ মাইন উদ্দিন (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় আয়নাতলী বাজার থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা আয়নাতলী বাজারের মাইন উদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মো. মাইন উদ্দিন তার ব্যক্তিগত ‘ফেসবুক আইডিতে’ প্রধানমন্ত্রী ‘বিকৃত ছবি’ পোস্ট করে।
এরপর ফেইসবুকে উক্ত ছবি দেখতে পেয়ে স্থানীয় বাজার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ও নুসু, মাইন উদ্দিনকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসে।
এ ব্যাপারে রফিক ও নুসু তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দিলে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন তাকে আটক করে থানা নিয়ে আসেন।
এ ব্যাপারে মাইন উদ্দিন ঘটনাটি অস্বীকার করে বলেন ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয় শাহরাস্তি মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারা একটি মামলা (নং- ০৬, ২০-০৯-২০১৬ইং) দায়ের হয়েছে, এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে।
শাহরাস্তি করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ