Home / চাঁদপুর / প্রধানমন্ত্রীর আগমনে বিএমটিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
BMTA leader

প্রধানমন্ত্রীর আগমনে বিএমটিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আগামী পহেলা এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজি এসোসিয়েশন (বিএমটিএ) এর সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (১৩ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চাঁদপুরে জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে জনসভা জন সমুদ্রে রূপান্তরিত করতে হবে। আপনারা হচ্ছেন সমাজের সেবক। আপনাদের সকলের সহযোগিতায় বিগত নির্বাচনগুলোতে আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। চাঁদপুরে সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জনসভা সফল করতে হবে।

মেডিক্যাল টেকনোলজি এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সফিকুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নহার চৌধুরী, মেডিক্যাল টেকনোলজি এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এমটি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ এমটি, সাবেক সভাপতি শামীম পাটওয়ারী।

উপস্থিত ছিলেন বিএমটিবি সভাপতি আক্তার হোসেন, কচুয়া এমটি সভাপতি আলহাজ আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক এমটি নাহিন প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম