চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। চাঁদপুর স্টেডিয়ামের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দিতে জেলাবাসী প্রস্তুত।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরবাসীকে অনেক দিয়েছেন। এবার আমাদের কৃতজ্ঞতা জানানোর পালা। তারপরও প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর দাবি হচ্ছে এখানে একটি মেডিক্যাল কলেজ স্থাপন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপন এবং চাঁদপুর-লাকসাম রেলপথ ডাবল লাইনে উন্নীত করা।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি মাঠ ও মঞ্চের সর্বশেষ প্রস্তুতি কাজ পরিদর্শন করেন এবং খোঁজ-খবর নেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সরদার, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটওয়ারী।
স্টাফ করেসপন্ডেন্ট