Home / চাঁদপুর / প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ২৬ আগস্টে অনলাইন নিউজ চাঁদপুর টাইমসে “প্রেম প্রতারণায় চাঁদপুরের স্কুল শিক্ষিকার ‘অশ্লীল ছবি বাণিজ্যে’ সর্বস্বান্ত প্রবাসী” শিরোণামে প্রকাশিত সংবাদটির একাংশের প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সংশ্লিষ্ট স্কুল শিক্ষিকা শাহজাদী আরাফাত শিউল।

রোববার (০৪ সেপ্টেম্বর) তাঁর স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘বিষয়টিকে পারিবারিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রতিবেদককে তথ্য প্রদানকারী তার ছদ্মনাম ব্যবহার করে ভুল তথ্য দিয়েছেন।’

শাহজাদী আরাফাত শিউল জানান, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, লন্ডন প্রবাসী মো. সালমান আহমেদ নামে ওই ব্যক্তির (ছদ্মনাম ব্যবহারকারী) সাথে পারিবারিকভাবে আমার বিয়ের সম্পর্কে কথাবার্তা চলছিলো, এর মধ্যে তাঁর সাথে মোবাইলের যোগাযোগে সু-সম্পর্ক গড়ে উঠে। ফেসবুকে “অত্যন্ত” রুচিশীল ছবি আদান প্রদান করা হয়। তবে কোনো খারাপ বা কুরুচিশীল ছবি কিংবা কথাবার্তা তার সাথে হয়নি।’

সংবাদে ‘অতিরঞ্জিত’ কথাবার্তা লেখা হয়েছে বলে তিনি দাবি করে জানান, ‘লন্ডন প্রবাসীর বিষয়ে পরে খোঁজ খবর নিয়ে দেখা যায়, সে ভালো লোক নয়, তাই তারসাথে আমার পরিবার বিয়ের কথাবার্তা থেকে সরে আসেন। এতে ক্ষীপ্ত হয়ে সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়েছেন প্রবাসী সালমান। আর তার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করা হয়নি। একজন স্কুলশিক্ষিকা হিসেবে সংবাদে আমার মানহানি হয়েছে, আমি তার প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে শাহজাদী আরাফাত শিউল চাঁদপুর টাইমস প্রতিবেদকের নামসহ আরো ক’জন সাংবাদিকের নাম উল্লেখপূর্বক চাঁদপুর মডেল থানায় ৩০ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেছেন এবং তার কপি প্রতিবাদলিপির সাথে সংযুক্ত করে পাঠিয়েছেন। ওই ডায়েরিতে উল্লেখিত ব্যক্তির সাথে শাহজাদী আরাফাত শিউলের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলেও উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংশ্লিষ্ট চাঁদপুর টাইমস প্রতিবেদকের বক্তব্য,

‘লন্ডন প্রবাসী তার ছদœনাম ব্যবহার করেছেন, কারণ পুরো ঘটনাটি তার পরিবার জানতো না। তাই পরিবারকে না জানানোর উদ্দেশ্যে সংবাদে ছদœনাম ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া শাহজাদী আরাফাত শিউল প্রতিবেদক হিসেবে আমার বিরুদ্ধে দায়ের করা ডায়রিতে প্রেমের সম্পর্কে বিষয়টি স্বীকার এবং প্রতিবাদলিপিতে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছিলো বলেও স্বীকার করেছেন, যা এ ঘটনার সত্যতা অনেকাংশে প্রমাণ করে। অর্থ লেনদেনের বিষয়ে ক’টি রিসিট প্রতিবেদকের কাছে রয়েছে এবং দুটি রিসিটিরে স্ক্যান কপি সংবাদের সাথে প্রকাশ করা হয়েছে। এছাড়া মানহানির জন্য সংবাদটি প্রকাশ করা হয়নি এবং কুরুচিপূর্ণ কোনো ছবিও সংবাদের সাথে প্রকাশ পায়নি। এটি দেয়া হয়েছে প্রবাসীদের সচেতনতা ও ভিকটিমের প্রতি সহানুভূতির উদ্দেশ্যে।’

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply