Home / চাঁদপুর / চাঁদপুরে পৃথক অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৪
চাঁদপুরে পৃথক অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৪

চাঁদপুরে পৃথক অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৪

চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করেছে চাঁদপুর কোস্টগার্ড। জাল গুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে ও আটককৃত ৪ জেলেকে বৃহস্পতিবার(১৩ অক্টোবর)বিকেলে ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড অফিসার মো.কামরুজ্জামান জানান, বুধবার ও বৃহস্পতিবার চাঁদপুরের মেঘনা নদীর চরভৈরবী, হরিণা, রাজরাজেস্ব ও আমিরাবাদ, এখরাশপুর, সফরমালি এলাকায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার আতাহার আলীর নেতৃত্বে ৬টি অভিযান পরিচালিত হয়।

এদিকে, হাজীগঞ্জ বাজারে বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকালে ইলিশ বিক্রির সময় এক বিক্রেতাকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কোস্টাগার্ড জল ও স্থলে পৃথক অভিযান পরিচালনা শুরু করেছে।

প্রসঙ্গত. ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার পদ্মা মেঘনা অভয়াশ্রম ঘোষণা করে সরকার সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৮:১২ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply