কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে বন্ধিদের বিনোদন ও সাচ্ছন্দ জীবন যাপনের জন্য এলইডি টিভি ও ফ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে এলইডি টিভি ও ফ্যান বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
সিনিয়র জেল সুপার জাহানারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী, কুমিল্লা কেন্দ্রিয় কারাগারের জেলার নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন এর ব্যাক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়।
এসবের মধ্যে রয়েছে ১০ টি এলইডি টিভি ও ২০ টি ফ্যান।
প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
আপডেট ১১:০০ পিএম, ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur