সকল পুলিশ সদস্যের অগ্নি নির্বাপণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে: এসপি

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে চাঁদপুরের শতাধিক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২৪ আগস্ট মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইন্স মাঠ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার। তিনি বলেন, অগ্নি ঝুঁকি মোকাবেলায় আমাদের নিজের ও স্থাপনার নিরাপত্তার জন্য সকল পুলিশ সদস্যের অগ্নিনির্বাপণ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে হাতে-কলমে অগ্নি নির্বাপণে ব্যবহৃত উপাদান গুলোর ব্যবহার বিধি যথাযথ ভাবে জানতে হবে।

তিনি পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, প্রতিটি থানা ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রকে নিয়মিত অগ্নি নির্বাপন মহড়া অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন’সহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৪ আগস্ট ২০২১

Share