Home / সারাদেশ / এসপি শামসুন্নাহারের কাছে মাদক মামলার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
sp-samsunnahar

এসপি শামসুন্নাহারের কাছে মাদক মামলার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের কাছে এক প্রবাসীকে মাদক মামলায় ফাঁসানোর ব্যাখ্যা; ছয় দিনের মধ্যে চেয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। ওই প্রবাসীর নাম মো.নুরুল ইসলাম শেখ। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় তার পৈতৃক নিবাস।

তিনি বেশ কবছর আগে ব্রিটিশ কাউন্সিল থেকে বৃত্তি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরুর পরপরই পেয়ে যান ওই দেশের নাগরিকত্ব। রাজেন্দ্রপুরে ‘নরওয়ে-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ প্রতিষ্ঠার কারণে তিনি প্রায়ই বাংলাদেশে আসেন।

নিজ নামে একটি কলেজ করার উদ্যোগ নিতেই শুরু হয় তার বিরুদ্ধে চক্রান্ত। গত ২৯ নভেম্বর পুলিশের দায়েকৃত জয়দেবপুর থানার একটি মাদক মামলায় ফাঁসানো হলে নুরুল ইসলাম বুধবার হাইকোর্টের শরনাপন্ন হন।

তার পক্ষে আদালতে শুনানী করেন মো.আবদুল কুদ্দুস বাদল ও আকিদুল হাকীম সরকার।

“আরজি শুনে আদালত ওই প্রবাসীকে চার সপ্তাহের জামিন; ঘটনা তদন্তে একটি কমিটি ও কেন এবং কিভাবে তাকে মাদকের মামলায় জড়ানো হয়েছে তার ব্যাখ্যা ১২ ডিসেম্বরের মধ্যে চেয়েছেন এসপির কাছে।”

(Bangladesh today)

বার্তা কক্ষ
০৯ ডিসেম্বর,২০১৮

Leave a Reply