Home / চাঁদপুর / মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা, আহত ৫
পুলিশের

মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা, আহত ৫

মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে পুলিশের ওপর অতর্কিত হামলায় ২ পুলিশসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে।

৯ অক্টোবর শনিবার বিকেল ৫টায় শরিয়তপুর জেলার মেঘনা নদীর কাচিকাটা নামক স্থানে এ হামলার  ঘটনা ঘটে। 

আহতরা হলেন,শরীয়তপুর জেলার সখিপুর থানার এস আই মুস্তাফিজুর রহমান (৪৭) পুলিশ সদস্য মিরাজ (৩৫)  ট্রলারের চালক জাহাঙ্গীর সরকার (৩৫), গ্রাম পুলিশ ওমর আলী (৫০), মিরাজ সরকার (৩৫) এবং স্প্রীটবোর্ডের মালিক ছিডু সরকার (৩৫)। 

এদের মধ্যে ট্রলার চালক, জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

সখিপুর থানার এস আই আহত মোস্তাফিজুর রহমান জানান, অভয়াশ্রমে শনিবার বিকেলে তারা ভেদরগঞ্জ থানার মৎস্য অফিসার নজরুল ইসলাম ও মৎস্য কর্মচারী এবং কয়েকজন পুলিশ সদস্য মিলে সহ প্রায় ৭/৮ জনের একটি টিম ১টি স্পিডবোট ও ১টি ট্রলার যোগে মা ইলিশ রক্ষা অভিযানে নামেন। তারা মেঘনা নদীর কাচিকাটা নামক স্থানে গেলে দূর থেকে জেলেদের দুটি স্পিডবোর্ড তাদেরকে লক্ষ্য করে তাদের বহনকৃত স্পিডবোর্ড উপর  উঠিয়ে দেন।

এসময় দুই স্প্রীবোর্ডে থাকা জেলেরা তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। তারা জানান, জেলেরা বাঁশ, লাঠিসোটা এবং বৈঠা দিয়ে তাদের শরীরে এলোপাতাড়িভাবে আঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়ে পড়লে অন্যরা  খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এস আই মুস্তাফিজুর রহমান ও গ্রাম পুলিশ ওমর আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহতরা জানান ট্রলার চালক জাহাঙ্গীরের অবস্থা খুবই গুরুতর। জেলেরা তার একটি পায়ে আঘাত করে  থেতলে দিয়েছে। তার সেই পা, টি কেটে ফেলতে হতে পারে। 

আহত ছিডু সরকার ও মিরাজ সরকার প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন। 

এদিকে এমন হামলার ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই ফারুক হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। এবং তাদের সুচিকিৎসার জন্য সহযোগিতা করেন। এর পাশাপাশি চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ও ডিএসবির সদস্যরা হাসপাতালে গিয়ে হামলার ঘটনার তথ্য সংগ্রহ করেন। 

চাঁদপুর মডেল থানার এস আই ফারুক জানান, মেঘনা নদীতে সখিপুর থানার পুলিশ সদস্য ও মৎস্য কর্মকর্তাদের উপর জেলেদের হামলার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করেছি। 

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ৯ অক্টোবর ২০২১