করোনার প্রাদুর্ভাবের কারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
১৪ জুন রোববার সকালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস. আই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরের বিভিন্নস্থানে মাস্ক বিতরন শেষে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে মাস্ক বিতরণ ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন এবং মানুষকে ঘরে রাখতে ব্যাপকভাবে কাজ করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,১৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur