Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে পানিতে ডুবে দশম শ্রেণির মেধাবী ছাত্রের মৃত্যু
পানিতে ডুবে
ফাইল ছবি

হাইমচরে পানিতে ডুবে দশম শ্রেণির মেধাবী ছাত্রের মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্বচরকৃঞ্চপুর গ্রামের আঃ মতিন তালুকদারে ছোট ও হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোঃ আজগর হোসেন তালুকদার পুকুরের পানিতে পড়ে মারা গেছে।

১৪ জুন সোমাবার বেলা ১১টায় হাইমচর উপজেলার পূর্বচরকৃঞ্চপুর গ্রামের পুকুরের পানিতে আজগরের মৃতদেহ ভেসে উঠে।

পানিতে ডুবে

পারিবারিক সূত্রে জানা যায় আজগর বেশ কয়েদিন জ্বরে ভোগছিলেন। সে খুবেই অসুস্থ্য ছিলেন। আজগরে বাড়িতে মা ও বাবা ছাড়া আর কেউ ছিলেন না। মা ক্যান্সারে আক্রন্ত ভর্তি ছিল হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আজগর রোববার বিকালে তাদের পুকুরে পাড় লেবু গাছ থেকে লেবু ছিড়তে গেলে পা পিছলে পানিতে পড়ে গেলে উঠার শক্তি নেই বলে পানিতে ডুবে যায়।

আজগর ৫ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। সে হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান শাখার রোল নং ১।

তার অকালে মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজগরকে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে ছেলে-মেয়ে ঢল নেমেছে।

প্রতিবেদকঃ মোঃ ইসমাইল