Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শিক্ষার্থীদের মনে দেশ প্রেম উদ্বুদ্ধ করতেই বিজয় ফুল উৎসব: ডা.দীপু মনি
শিক্ষার্থীদের মনে দেশ প্রেম উদ্বুদ্ধ করতেই বিজয় ফুল উৎসব: ডা.দীপু মনি

শিক্ষার্থীদের মনে দেশ প্রেম উদ্বুদ্ধ করতেই বিজয় ফুল উৎসব: ডা.দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের মনে দেশ প্রেম উদ্বুদ্ধ করার জন্য বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। কারণ আজকে যারা শিক্ষার্থী তারা শিক্ষা, খেলা-ধুলাসহ সকল স্থানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দিবেন। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো প্রয়োজন।’

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে কলেজ কর্তৃক আয়োজিত ‘বিজয় ফুল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে দেশের নাগরিক হতে পেরেছি, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জনাই। বিজয় ফুল উৎসবে কিছু উদ্দেশ্য রয়েছে। যারা এখান থেকে লেখা পড়ার মাধ্যমে দেশের নেতৃত্ব দিবে, তোমাদেরকে মহান মুক্তিযদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতেই বিজয় ফুল উৎসব। এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজয় ফুল উৎসবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। শুধু জানলে হবে, আমাদেরকে মুক্তিযুদ্ধের অতীত সম্পর্কে জানতে হবে। কারন মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জন্য গৌরবের।’

কলেজ অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটের কমান্ডার এম.এ.ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার ও রূপক রায়ের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসীন পাঠান, আবুল কালাম প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সবশেষে কলেজে বিজয়ফুল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিকে বিজয় ফুল উৎসবে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি হওয়ার লক্ষে একটি মিউজিক ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এবং সবশেষে বিজয় ফুল উৎসবের প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

স্টাফ করেসপন্ডেট