চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা জব্দ করেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে মধুসুদন হাইস্কুল মাঠের দক্ষিণ কোণা টাওয়ার এলাকা থেকে প্লাষ্টিক ড্রামভর্তি ওই পরিমান জাটকা জব্দ করা হয়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স জাটকা রক্ষায় এ অভিযান পরিচালনা করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, রাজরাজেশ^র চর এলাকা থেকে ধৃত জাটকা পাচারের জন্য পুরাণবাজার আনা হয়। অন্যত্র নিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সংঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ড্রাম ভর্তি জাটকা রাস্তার ওপর ফেলে দৌড় দেয়। পরে সেগুলো ফাঁড়িতে নিয়ে আসি। বিষয়টি সাথে সাথে জেলা ও থানা পুলিশ কর্মকর্তাকে এবং পরবর্তীতে জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ি জব্দকৃত জাটকা গুলো কবরস্থান মাদরাসাসহ গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রতিবেদক-আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur