করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের প্রধান বানিজ্যিক এলাকা পুরাণবাজারে আড়াতদার পট্টি-আলু পট্টি ব্যবসায়ীদের উদ্যোগে হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১ এপ্রিল বুধবার বিকেলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাজিক দূরত্ব বজায় রেখে দেড়শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, আলুসহ খাদ্যস হায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক এবং পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চেম্বারের পরিচালক ও চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা, অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ।
চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, উপদেষ্টা আ. রব মল্লিক শানু, আড়তদার ব্যবসায়ী প্রতিনিধি ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, ব্যবসায়ী রশিদ মিয়া, খলিল মিয়া, শামসুর মোল্লা, দুলাল কাজী, মান্নান শেখ, মোস্তফা মুন্সি, লোকমান বেপারী, খোরশেদ আখন্দ, শওকত হোসেন মুক্তার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী, জেলা তাঁতী লীগের সদস্য সচিব নূর মোহাম্মদ পাটোয়ারীসহ বাজারের ব্যাবসায়ীবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur