Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / পুরাণবাজার জনতা ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পুরাণবাজারে জনতা ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পুরাণবাজার জনতা ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর জনতা ব্যাংক পুরাণবাজার শাখার উদ্যোগে রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নিতাইগঞ্জ সড়কে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

ব্যাংকের শাখা কার্যালয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।

এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক চাঁদপুর এরিয়া প্রধান ডিজিএম মো.মফিজুল ইসলাম,ব্যাংকের পুরাণবাজার শাখা ব্যবস্থাপক মো.আবদুল্লাহ আল মামুন।

এ দিন বাজার এলাকার চাঁদপুর শহর রক্ষা পুরাণবাজার বাঁধের ওপর আশ্রয় নেয়া শতাধিক গরীব অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে এবং দু’বেলা দুমুঠো ভাত খেতে পাচ্ছে। গরীব মানুষগুলো শীতে যাতে কষ্ট না পায় এ জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে সারা দেশে বিভিন্ন সংস্থার মাধ্যমে শীতবস্ত্র দেয়ার ব্যবস্থা করেছেন। দেশের উন্নয়নের স্বার্থে আসছে জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
এইউ