কুমিল্লয় ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর)সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক প্রফেসর মো. এলিয়াস হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার কুমিল্লা মো. শাহ আবিদ হোসেন এবং কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আরফানুল হক রিফাত।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা ষ্টোডিয়ামে উদ্ভোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এতে দেশের ৬৪ জেলার ৪ টি অঞ্চল বকুল, পদ্ম, গোলাপ ও চাপা অঞ্চলের ৪শ’ ৩২ জন প্রতিযোগি সাতার, কাবাডি, ফুটবল ও হ্যান্ডবল এ ৪টি ইভেন্টে অংশ গ্রহণ করে।
স্টাফ করেসপন্ডেন্ট কুমিল্লা ।। আপডটে,বাংলাদশে সময় ০৪:৪৪ পিএম,২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur