Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নির্বাচনে অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে : চাঁদপুর জেলা প্রশাসক
Motlob Dokkhin
প্রতীকী

নির্বাচনে অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, নির্বাচনে কেউ কোনো ধরণের অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে প্রার্থী, প্রিজাইডিং ও পোলিং অফিসার অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিরপেক্ষ ভোট নেয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স রুমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ‘বিগত সময়ে এ জেলার ইউপি নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অন্যান্য জেলার চেয়ে চাঁদপুর জেলায় সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ চাঁদপুরে সেরা হওয়ার রাজত্ব চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শামসুন্নাহার, আঞ্চলিক নির্বাচন অফিসার রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আজিজ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূইয়া প্রমুখ।

মতলব দক্ষিণ : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply