Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন
পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন
ফাইল ছবি

পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

স্টাফ রিপোটার ঃ :

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে রাতে আধাঁরে স্থানীয় ইউপি সদস্য আবু রাসেল মোহাম্মদ হানিফ (রাজু) তপাদারের পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুবৃত্তরা।

এতে বিভিন্ন প্রজাতির চাষকৃত কয়েক হাজার মাছ মরে যায়।

ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আবু রাসেল মোহাম্মদ হানিফ (রাজু) তপাদার তার বাড়িতে প্রায় ৪০ শতক পুকুরে দেশীও প্রজাতির কয়েক হাজার মাছের চাষ করে।

ইউপি সদস্য রাজু জানান, ২ মে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে কাজ করতে গেলে দেখা যায় মাছ মরে ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যে একে একে পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।

পরে তিনি বিষয়টি নবনির্বাচিত ইউ পি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ও ইউপি সদস্য আনোয়ার হোসেন তফাদারকে জানিয়েছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ৮ জুন ২০১৬, বুধবার
ডিএইচ