চাঁদপুরের কচুয়ার শুয়ারোল দাস বাড়িতে রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে শত্রুতার জের ধরে কে বা কাহারা একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এতে ওই পুকুরের রেনু ও কাপ জাতীয় মাছ নষ্ট হয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দাবি করছে।
মৎস্য ব্যবসায়ী মো.নবীর হোসেন ও কবির হোসেন জানান, আড়াই বছরের চুক্তিতে একই গ্রামে একটি পুকুর সন মেয়াদে ভাড়া নিয়ে তিন মাস পূর্বে বিভিন্ন প্রজাতির মাছের রেনু চাষ করি।
কিন্তু রবিবার কে বা কাহারা আমাদের ক্ষতি করার লক্ষে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে।একটি পক্ষ আমাদের ক্ষতিসাধনের জন্য হয়তবা জঘন্য এ কাজটি করেছে।
জিসান আহমেদ নান্নু , ১০ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur