Home / সারাদেশ / পুকুরের পর এবার ধান ক্ষেতে মিলল ইলিশ
পুকুরের
ধান ক্ষেতে ইলিশ মাছ পাওয়ার

পুকুরের পর এবার ধান ক্ষেতে মিলল ইলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার ধান ক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও ইলিশ মাছ পাওয়ার খবর শোনা গেছে।

উপজেলার ছোটহারজী গ্রামে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক বৃহষ্পতিবার রাতে ধান ক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান।

ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো. দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো. চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া যায়। বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে বলে তিনি জানান।

ঢাকা চীফ ব্যুরো, ০৩ মার্চ, ২০২১;