জাতীয়

পিলখানা ট্র্যাজেডি : ২৯ হাজার পৃষ্ঠায় পূর্ণাঙ্গ রায়

পিলখানায় বহুল আলোচিত বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় প্রকাশ করার জন্য প্রস্তুতি চলছে। ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বড় এ মামলায় ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় এখন প্রকাশের অপেক্ষায়। (খবর জাগো নিউজ)

হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চের বিচারপতিদের দুই বিচারপতি রায়ে স্বাক্ষর করেছেন। কিন্তু তাদের একজন বিচারপতির স্বাক্ষরের পরপরই রায় প্রকাশ করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

প্রায় দুই বছর আগে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবারই (৭ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত আসছে…

Share