Home / সারাদেশ / পিইসি পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী
primary-Exam
ফাইল ছবি

পিইসি পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী

করোনার বর্তমান পরিস্থিতিতে আগামি সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলার চিন্তা করছে সরকার। এটা সম্ভব হলে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষা শেষ করা হবে।

সোমবার ২৭ জুলাই শিক্ষা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনা কালে প্রাথমিক শিক্ষায় চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হয় তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা বর্ষে উন্নীত করা হবে। তবে উভয় পরিকল্পনার জন্যই সংশোধিত সিলেবাস তৈরির কাজ করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।’

জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। এ পরীক্ষা আরো যুগোপযোগী করার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ চলছে।’

তিনি বলেন, ‘যদি সেপ্টেম্বরে স্কুল খুলে তাহলে আমাদের এক ধরনের প্রস্তুতি রয়েছে। আর এ সময়ে স্কুল খোলা সম্ভব না হলে ভিন্ন পরিকল্পনা নেয়া হবে। এজন্য সংশোধিত সিলেবাস তৈরি করা হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ পাঠ চিন্তা করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে।’

সেমিনারে আরো বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে.চৌধুরী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক মো.ফসি উল্লাহ।

বার্তা কক্ষ , ২৮ জুলাই ২০২০